• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় তুর্কি ফুটবলারের মৃত্যু 


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ১১:৩১ এএম
সড়ক দুর্ঘটনায় তুর্কি ফুটবলারের মৃত্যু 

তুরস্কের জাতীয় দলের ২৭ বছর বয়সী আহমেত কালিক রাজধানী আঙ্কারায় একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

তুরস্কের জাতীয় দলের হয়ে আটবার খেলা কালিক তার গাড়িতে একাই ছিলেন যখন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাস্তার পাশের খাদে পড়ে যাওয়ার আগে তিনি তার গাড়ির নিয়ন্ত্রণ হারান বলে জানা গেছে।

তুর্কি প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে কালিক গাড়িতে থাকা একমাত্র ব্যক্তি ছিলেন এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। কালিক তার ফুটবলের অনুশীলন থেকে এক দিনের ছুটিতে ছিলেন এবং তার বিয়ের পরিকল্পনা করতে আঙ্কারায় যাচ্ছিলেন, যা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুর্ঘটনার আগের মুহূর্তে কী ঘটেছিল, তা জানতে তদন্ত চলছে।

কালিক সম্প্রতি তুর্কি সুপার লিগা দল কোনিয়াস্পোর প্রতিনিধিত্ব করেছেন। একটি বিবৃতিতে দলটি লিখেছে, “আমাদের ফুটবল খেলোয়াড় আহমেত কালিককে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত, যিনি কোনাসপোরে তার আগমনের প্রথম দিন থেকেই আমাদের ভক্তদের এবং আমাদের শহরের ভালোবাসা জিতেছেন। আমরা সবার প্রতি, বিশেষ করে আমাদের ফুটবল খেলোয়াড় আহমেত কালিকের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

প্রাক্তন আর্সেনাল স্ট্রাইকার লুকাস পোডলস্কি, যিনি গালাতাসারায়ে কালিকের সতীর্থ ছিলেন। তিনি টুইট করেছেন, “এই খবরটি শুনে আমি খুব দুঃখিত। আমি হতবাক হয়েছি। এখনই তোমার মৃত্যু কাম্য ছিল না ভাই! ঈশ্বর তোমার আত্মাকে শান্তি দিন।”

আলিক ১৯৯৪ সালে আঙ্কারার ইয়েনিমাহালে জেলায় জন্মগ্রহণ করেন। স্থানীয় দল জেনক্লারবির্লিসির হয়ে যুব ক্যারিয়ার কাটিয়েছেন। ২০১৩ সালের অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে তুরস্কের প্রতিনিধিত্ব করার সময় এই ডিফেন্ডার জাতীয় স্বীকৃতি লাভ করেন।

২০১৫ সালে তিনি জেনক্লারবিরলিসির হয়ে খেলে এরপর সিনিয়র তুর্কি জাতীয় দলে যোগ দেন। তিনি কাতার এবং গ্রিসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার জন্য নির্বাচিত হন। গ্রিসের বিপক্ষে ০-০ ড্র এর ম্যাচে তার সিনিয়র দলে আন্তর্জাতিক অভিষেক হয়।

Link copied!